close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নির্বাচন আসে-যায়, প্রতিবেশী চিরকাল: সম্প্রীতি বজায় রাখার আহ্বান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের..

Md Rafiqul Islam avatar   
Md Rafiqul Islam
নির্বাচন আসে-যায়, প্রতিবেশী চিরকাল: সম্প্রীতি বজায় রাখার আহ্বান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের..

নির্বাচন আসে-যায়, প্রতিবেশী চিরকাল: সম্প্রীতি বজায় রাখার আহ্বান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক, ফুলবাড়ী (কুড়িগ্রাম):

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার বিশেষ আহ্বান জানিয়েছেন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম।

​আজ এক বিবৃতিতে তিনি বলেন, "নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা সময়ের সাথে আসে এবং চলে যায়। কিন্তু প্রতিবেশী ও সমাজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। রাজনৈতিক ভিন্নমতের কারণে কোনো প্রতিবেশীর ওপর অন্যায়, অত্যাচার বা জুলুম করা কোনোভাবেই কাম্য নয়।"

​রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বিপদে-আপদে সবার আগে পাশের বাড়ির মানুষটিই এগিয়ে আসে। তাই ক্ষমতার দাপট বা সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে সামাজিক সম্পর্ক নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। তিনি এলাকার যুবক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আসুন আমরা সহনশীল হই, একে অপরের মতকে শ্রদ্ধা করি এবং কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখি।"

​বিবৃতিতে তিনি আরও সতর্ক করেন যে, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের ওপর অন্যায় করবে, তাদের কারণে সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়। একটি শান্তিপূর্ণ সমাজ ও সুন্দর নির্বাচনের স্বার্থে সবাইকে সংযত থাকার অনুরোধ জানান ফুলবাড়ীর এই যুব নেতা।

​উল্লেখ্য, নির্বাচনের সময় এলাকায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় মোঃ রফিকুল ইসলামের এই সময়োপযোগী আহ্বান স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে।

Md Rafiqul Islam
Md Rafiqul Islam منذ 22 ساعات
good
0 0 الرد
أظهر المزيد


News Card Generator