টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় পাবনার ভাঙ্গুড়ায় পুরস্কার পেলেন ৫৪ শিশু-কিশোর। এতে করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করেন আয়োজকরা।
সোমবার (১৬ জুন) পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চড়পাড়া ঈদগা মাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে নিয়মিত সালাত আদায়কারী ওই শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজ হতে মাদক ও অপরাধ দূর করতে কোমলমতি শিশু-কিশোরদের (৫ থেকে ২০ বছর বয়সী) ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে ৪০ দিন নিয়মিত সালাত আদায়কারীদের মাঝে পুরস্কার বিতরণের ঘোষণা দেয় এই সংগঠনটি। এতে সাড়া দিয়ে পার ভাঙ্গুড়া ইউনিয়নের চরপাড়া জামে মসজিদে ৫৪ শিশু-কিশোর অংশগ্রহণ করেন।
দীর্ঘ ৪০ দিন নিয়মিত সালাত আদায়কারী শিশু-কিশোরদের মধ্যে চারটি বাইসাইকেল, স্কুলব্যাগ, ছাতা ও হাতঘড়ি পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। রোববার সংগঠনটির আয়োজনে চরপাড়া ঈদগাহ ময়দান চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার আনুষ্ঠানিকভাবে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।