close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নীলফামারীতে কু-খ্যাত মাদক ব্যবসায়ী মবু গ্রেফতার

Lein Ahmed avatar   
Lein Ahmed
কিশোরগঞ্জ, নীলফামারী- প্রতিবেদক

 

 

 

নীলফামারীর কিশোরগঞ্জে কু-খ্যাত মাদক ব্যবসায়ী ২৮ মামলার আসামী মবু মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

 

সোমবার (৯জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এরআগে গতকাল রাতে তাকে ভেড়ভেড়ির তার নিজ এলাকা গ্রেফতার করা হয়। মবু মিয়া উপজেলার ভেড়ভেড়ি এলাকার মৃত মোজাম্মেল ইসলামের ছেলে। 

 

থানা পুলিশ সূত্রে জানা যায়, মবু মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবস্যার সঙ্গে জড়িত আছেন। তিনি মাদক কিনে এনে উপজেলার বিভিন্ন জায়গায় জায়গায় সরবরাহ করেন।গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। এসময়ে তার দেহ তল্লাশি করে ৯০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

 

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে কু-খ্যাত মাদক ব্যবসায়ী মবুকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মবুর বিরুদ্ধে কিশোরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮ টি মাদক মামলা রয়েছে। তাকে আইনী প্রক্রিয়া শেষে আদালতের কাছে প্রেরণ করা হবে।

לא נמצאו הערות