close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নীলফামারীতে এসডিএফের আয়োজনে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

SAKIL ISLAM avatar   
SAKIL ISLAM
নীলফামারীতে এসডিএফের আয়োজনে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধিঃ

অদ্য ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নীলফামারী জেলা অফিসের উদ্যোগে সদর উপ..

নীলফামারীতে এসডিএফের আয়োজনে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধিঃ
অদ্য ২৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নীলফামারী জেলা অফিসের উদ্যোগে সদর উপজেলার সুখধন হাই স্কুল মাঠ, রামগঞ্জে দিনব্যাপী “ইয়ুথ ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কামরুজ্জামান সরকার, জেলা ব্যবস্থাপক, এসডিএফ নীলফামারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, আঞ্চলিক পরিচালক, এসডিএফ রংপুর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ কামরুজ্জামান সরকার, জেলা ব্যবস্থাপক, এসডিএফ নীলফামারী। ইয়ুথ ফেস্টিভ্যালের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বক্তব্য প্রদান করেন মোঃ বারী আনসারী, আঞ্চলিক ব্যবস্থাপক (আইসিবি ও যুব কর্মসংস্থান)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ তাজমুল ইসলাম তালুকদার, আঞ্চলিক ব্যবস্থাপক (এমইএল এন্ড জিএ),আলমগীর হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টিএমএস-এর কর্মকর্তাবৃন্দ, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকসহ এসডিএফ ক্লাস্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ যুবদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা পর্ব শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং যুব সদস্যদের অংশগ্রহণে আয়োজিত খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম উপভোগ করেন।

উক্ত ইয়ুথ ফেস্টিভ্যাল বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন জিন্নাত ফারজানা, জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান), এসডিএফ নীলফামারী।

Ingen kommentarer fundet


News Card Generator