close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নিখোঁজের তিন দিন পর খাল থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য..

জাকারিয়া রানা avatar   
জাকারিয়া রানা
জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি পটুয়াখালী

 

পটুয়াখালী সদর উপজেলার টাউন বহাল গাছিয়া এলাকায় নিখোঁজের তিন দিন পর এক বৃদ্ধ নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারীর নাম মোসাঃ পিয়ারা বেগম (৫৯)। তিনি মৃত খালেক মিস্ত্রির স্ত্রী এবং টাউন বহাল গাছিয়া, ১নং ওয়ার্ড, পটুয়াখালী সদর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৬টার দিকে পিয়ারা বেগম নিজ বাসা থেকে নিখোঁজ হন। ওই সময় বাসাটি তালাবদ্ধ ছিল। তার দুই ছেলে লিমন ও সুমন পেশায় অটোরিকশা চালক। ছোট ছেলে সুমন বিবাহিত এবং তার একটি পুত্র সন্তান রয়েছে। সুমনের শাশুড়ি অসুস্থ অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি থাকায় তার স্ত্রী ও সন্তান হাসপাতালে অবস্থান করছিলেন।

দুপুরের খাবার শেষে দুই ছেলে বাসা থেকে বের হয়ে গেলে পিয়ারা বেগম একাই বাসায় ছিলেন। পার্শ্ববর্তী একটি বাড়ির সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, মাগরিবের নামাজের পর পিয়ারা বেগম রাস্তার পাশে শুকাতে দেওয়া একটি সাদা প্লাস্টিকের বস্তা হাতে নিয়ে বাসায় প্রবেশ করেন। ওই সময় এলাকায় বিদ্যুৎ চলে যায়।

রাতে বাসায় ফিরে তার ছেলেরা ঘরের দরজায় তালা দেখতে পান। আশপাশে খোঁজাখুঁজি করেও মায়ের কোনো সন্ধান না পেয়ে তারা তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। ঘরের একটি টেবিলের ওপর কিছু খুচরা টাকা ও পিয়ারা বেগমের পরিধেয় বোরখা পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে তারা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে নিখোঁজের সংবাদ প্রচার করেন।

অবশেষে ২৪ জানুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে পিয়ারা বেগমের দুই ছেলে ও স্থানীয়রা তাদের বাসার সামনের খালের কচুরিপানার ভেতরে একটি সাদা প্লাস্টিকের বস্তার অংশ দেখতে পান। সন্দেহ হলে কচুরিপানা সরিয়ে বস্তাটি টেনে তোলা হয়। পরে বস্তার মুখ খুললে ভেতরে পিয়ারা বেগমের মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ সুপারসহ প্রশাসনের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আজ সকাল ১০টায় ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় কে বা কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

نظری یافت نشد


News Card Generator