close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নিখোঁজ যুবকের লাশ ৪৮ পর উদ্ধার

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

 নিখোঁজের ৪৮ ঘণ্টা পর লাশ উদ্ধার 

শহিদুল ইসলাম খোকন:
চাঁদপুরের মতলব উত্তরের সাতানী গ্রামের  ফরহাদ জুয়েল (২৭) নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর  লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নীলকমল নৌ পুলিশ লাশ উদ্ধার করে মতলব উত্তর থানায় হস্তান্তর করে। পরে মতলব থামা পুলিশ লাশের সূরত হাল করে চাঁদপুর মর্গে পাঠায়। শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহত জুয়েল উপজেলার কলাকান্দ ইউনিয়নের সাতানি গ্রামের আবুল হাসেমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ৪ জুলাই শুক্রবার সকালে ফরহাদ জুয়েল বাড়ি থেকে বের হয়ে এখলাসপুর বকুলতলা এলাকায় যান। সেখান থেকে আর ফেরেনি।
পরদিন ৫ জুলাই শনিনার ভোরে পাঁচানী স্কুলের রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় জুয়েলের মোটরসাইকেল। পরে জুয়েলের বড় ভাই সোহেলের মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুপুরে চাঁদপুর সদরের নীলকমল এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি মরদেহটি উদ্ধার করে, যা পরে নিখোঁজ ফরহাদ জুয়েলের বলে শনাক্ত হয়।
এই ঘটনায় সাতানী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে নজরুল, জাহিদুল এবং হযরত আলী প্রধানের ছেলে মনির হোসেনকে মতলব উত্তর থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন,  প্রাথমিকভাবে জানা যায় শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, কারন কিছু অসঙ্গতি পাওয়া গেছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যাকাণ্ডের দিকটিই আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”
ফরহাদ জুয়েলের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জানান।

ছবি ক্যাপশন:
নিহত ফরহাদ জুয়েল।

Nenhum comentário encontrado