বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নিজেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন। মঙ্গলবার (৩ জুন) তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, "বাংলাদেশে গুম ও খুনের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতেই এই অভিযোগ দিয়েছি। দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো আমার গুমের ঘটনায় কোনো দৃশ্যমান বিচার বা তদন্ত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও ক্ষোভজনক।"
তিনি দাবি করেন, গুম ও রাজনৈতিক নিপীড়নের সংস্কৃতি বন্ধ করতে হলে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “গুমে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ সব ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
সালাহউদ্দিন আরও বলেন, “যারা গুমে জড়িত তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানের তদন্ত ও বিচারের প্রয়োজন। সরকার যদি নিজে বিচার না করে, তাহলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে এটি করতে হবে।”
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা এলাকা থেকে সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হন। প্রায় দুই মাস পর, ১১ মে, ভারতের শিলং-এ তাকে খুঁজে পায় স্থানীয় পুলিশ। তিনি সেসময় বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন বলে ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়। ২০১৮ সালে এক নিম্ন আদালত তাকে খালাস দিলেও ভারতের সরকার আপিল করায় এখনো মেঘালয়ে অবস্থান করছেন তিনি।
সালাহউদ্দিনের এই অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে— গুমের দায় এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক পরিসরে কতটা গুরুত্ব পায়, এখন সেটিই দেখার বিষয়।