শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ এর আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১০ জুন'২৫) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সচিব ড. আব্দুর রশীদ। তিনি তার বক্তব্যে বলেন নিজ নিজ অবস্থান থেকে দেশ এবং জাতীর কল্যাণে কাজ করতে হবে। দেশকে উন্নয়ন অগ্রযাত্রার মধ্যদিয়ে এগিয়ে নিতে হবে কাঙ্খিত লক্ষ্যে। বিগত ১৬টি বছর লাগামহীন দুর্নীতির কারণে দেশ পিছিয়ে গেছে, সেখান থেকে সততা ও যোগ্যতার স্বাক্ষর রেখে বর্তমান সরকার কাজ করছে। কালিগঞ্জ উপজেলা আমার নিজের উপজেলা ঘোষনা দিয়ে প্রধান অতিথি আরও বলেন এখানকার সার্বিক উন্নয়নে অংশগ্রহন করতে পারাটা সৌভাগ্যের। সব প্রস্তাবনা আমলে না নিলেও অধিকতর গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনার উন্নয়নের জন্যে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার বিশ্বাস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফতেমাতুজ যোহরা, লেঃ কর্ণেল কাদির, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান (হাফিজ)।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রভাসক খায়রুজ্জামান রঞ্জু ও ছাত্র সমন্বয়ক আমির হামজা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও ছাত্র সমন্বয়কবৃন্দ। এর আগে তিনি উপজেলা ক্যাম্পাসে একটি বকুল গাছের রোপন করেণ।