close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নিজ দলের নেতাদের সমালোচনা নয়, নির্বাচনী আলোচনা করি: রাসেল..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
রকিবুল হাসান খান রাসেল বলেন,"দলে গ্রুপিং আছে-থাকবে, এটা বড় দলের স্বাভাবিক রূপ। তবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য বা আচরণ করা আমাদের কর্মীসুলভ নয়।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: রাজনীতিতে মতের ভিন্নতা থাকলেও শিষ্টাচার ও দলীয় শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল।

তিনি বলেন,"দলে গ্রুপিং আছে-থাকবে, এটা বড় দলের স্বাভাবিক রূপ। তবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য বা আচরণ করা আমাদের কর্মীসুলভ নয়। আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলি। তাই আমাদের উচিত দলের অভ্যন্তরীণ সমালোচনার বদলে নির্বাচনী কর্মপরিকল্পনা ও জনসম্পৃক্ততা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া।”

তিনি আরও বলেন, “আমাদের নেতারা যেভাবে সিদ্ধান্ত নেন, আমরা সেই পথে এগিয়ে চলার চেষ্টা করি। সমালোচনা বা পরস্পরকে দোষারোপ না করে যদি সবাই নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করি, তাহলে আন্দোলন যেমন বেগবান হবে, তেমনি দল আরও শক্তিশালী হবে।”

রকিবুল হাসান খান রাসেল তরুণদের উদ্দেশে বলেন, “আসুন, আমরা নিজেদের মধ্যে ঐক্য গড়ি। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু তা যেন কখনো দলবিরোধী বা নেতিবাচক প্রভাব না ফেলে। বিনয়ের সাথে আমি আহ্বান জানাই, আসুন গঠনমূলক রাজনীতির পথে হাঁটি। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা তারেক রহমানের নেতৃত্বে গন্তব্যে পৌঁছাব।”

উল্লেখ্য, ভালুকা উপজেলা যুবদলের রাজনীতিতে রকিবুল হাসান খান রাসেল একজন নিরলস সংগঠক ও দায়িত্ববান নেতা হিসেবে পরিচিত। দলীয় বিভিন্ন কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং ঐক্যের বার্তা দলের ভেতরে-বাইরে প্রশংসিত হচ্ছে।

לא נמצאו הערות