দিনাজপুরের নবাবগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নেশাজাতীয় ৬০০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ একই পরিবারের তিন ভাই ও ভাইয়ের বউ সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দু'জন মাদক সেবনকারীকেও গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (৩'রা জুন) দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লাউগাড়ি মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাদক বিক্রেতা এনামুল হক বাবু(২৮), ইমদাদুল হক এন্দা (৩৬), এরশাদুল ইসলাম (৩৯) ও ইমদাদুল হকের স্ত্রী ছখিনা খাতুন (২৮),কাজলদিঘী গ্রামের দবিরুল ইসলামের ছেলে মাদক সেবনকারী মনোয়ার হোসেন (৩৩), শালখুরিয়া গ্রামের রকিবুল ইসলামের ছেলে সাজু বাবু(১৯)।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্ত্বে নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৩'রা জুন দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাউদপুর ইউনিয়নের লাউগাড়ী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে একই পরিবারের তিন ভাই ও ভাইয়ের বউ সহ ৪ জনকে নিজ বাড়ি থেকে ৬০০ পিচ ট্যাপেনটাডলসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এসময় মাদক সেবন করার দায়ে আরও দু'জনকে গ্রেফতার করা হয় ।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, গ্রেফতারকৃত এনামুল হক বাবুর পরিবারের সকলে মাদক বিক্রির সাথে জড়িত এবং এলাকায় কুখ্যাত মাদক ব্যাবসায়ী হিসেবে পরিচিত।
তিনি আরও জানান,এনামুল ও তার দু'ভাই সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা,গাঁজা, হিরোইন, ট্যাপেনটাডল ও ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করতেন।এরপর তিন ভাই মিলে তাদের স্ত্রী'দের মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি হিসেবে বিক্রি করতেন এসব মাদকদ্রব্য । গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।