ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান চান গ্রামের মেধাবী ছাত্র পারভেজের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ। নিহত পারভেজ এশিয়ান প্রাইম ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।
বুধবার সকালে পারভেজের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে যান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ জাকির হোসেন বাবলু, সদস্য সচিব জনাব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন, এবং যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ আলমগীর মাহমুদ আলম।
তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা যুবদল সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি নেতারা পারভেজের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, “এমন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে শুধু পরিবার নয়, সমাজ ও জাতিও ক্ষতিগ্রস্ত হলো। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং পরিবারের পাশে থাকবো।”
নেতারা আরও বলেন, “শিক্ষা ও মানবিক গুণাবলির এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল পারভেজ। তার এ অকাল মৃত্যু আমাদের হৃদয়কে শোকাচ্ছন্ন করেছে।