close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নগর ভবনে উপস্থিত হয়ে নতুন কর্মসূচি দেবেন ইশরাক

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার (১৫ জুন) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরভবনে অবস্থান ও বিক্ষোভ করবেন ইশরাক সমর্থ..

ওই কর্মসূচিতে একাত্মতা জানাতে রোববার বেলা ১১টায় নগরভবনে উপস্থিত হয়ে নতুন কর্মসূচি ঘোষণা করবেন ইশরাক হোসেন বলে শনিবার (১৪ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ও শপথ পড়ানোর দাবিতে ঈদের আগে ২২ দিন আন্দোলন করেছিলেন ইশরাক সমর্থকরা। ঈদে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ৩ জুন ওই আন্দোলনে একাত্মতায় অংশ নিয়ে ও নতুন কর্মসূচির ঘোষণা করতে এসে ইশরাক নগর ভবন অবরোধ এবং ঘেরাও কর্মসূচি কিছুটা শিথিল এবং বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। বলা হয়েছিল ছুটির পরে এই শপথগ্রহণের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা যদি না আসে, তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলন চলবে।  তারই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে নগর ভবনে কর্মসূচির শুরু হবে এবং বেলা ১১টায় বিএনপি নেতা ইশরাক নতুন কর্মসূচি দেবেন বলে জানানো হয়।

 

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। অন্যদিকে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইসি।

ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ। শুনানি নিয়ে রিট সরাসরি খারিজ করে ২২ মে আদেশ দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে মেয়র ঘোষণা ও গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে ২৬ মে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন রিট আবেদনকারী। পরদিন আপিল বিভাগের চেম্বার আদালত লিভ টু আপিলটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। শুনানি নিয়ে পর্যবেক্ষণসহ লিভ টু আপিল নিষ্পত্তি করে গত বৃহস্পতিবার আদেশ দেন আদালত।

Keine Kommentare gefunden