মঙ্গলবার (১৯ আগস্ট) কেন্দুয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
ড. হিলালী বলেন, “ছাত্রজীবন থেকেই আমি জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও জেল-জুলুম সহ্য করেছি। আমি চাই সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশে সবার সহযোগিতায় নেত্রকোনা জেলাকে এগিয়ে নিতে।” তিনি আরও যোগ করেন, “আজ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম। রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা আমার প্রয়োজন।”
উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট/২০২৫ নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ১৫টি ইউনিটের ১,৫১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।
এসময় কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ নবীন-প্রবীণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।