মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যার আগে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামে বজ্রপাতে এসব ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের সম্বর মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৩২), কৃষ্ণপুর গ্রামের রমজান আলীর ছেলে কবীর মিয়া (৪৫) ও হায়াতপুর গ্রামের রাখাল সরকার (৬৬)। এছাড়া এ ঘটনায় উপজেলার রসুলপুর গ্রামের রানু মিয়া (৪৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় লোকজন জানান, নিহত নিজাম উদ্দিন বিকালে আকাশে মেঘ দেখে বাড়ির সামনে গরুর জন্য শুকাতে দেয়া খড় জমা করছিল। এসময় হঠাৎ বজ্রপাত এসে পড়ে তার শরীরে। এতে ঘটনাস্থলে নিজাম উদ্দিন নিহত হন।
এ ঘটনায় পাশে থাকা রানু মিয়া গুরুতর আহত হন। পরে রানু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে একই উপজেলার ছায়ার হাওরে বজ্রপাতের ঘটনায় কবীর মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হলে পথেই তিনি মারা যান।
এছাড়া বিকালে উপজেলার হায়াতপুরে বজ্রপাতে রাখাল সরকার নামে আরেক কৃষক নিহত হয়েছেন। তিনি বাড়ির সামনের হাওর থেকে গরু আনার জন্য গিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে।