নিজস্ব প্রতিবেদক -
রাণীশংকৈল উপজেলা শহর হতে প্রায় ১০ কি.মি উত্তরে নেকমরদ চৌরাস্তা থেকে পূর্ব পাশে নেকমরদ পীর নাছিরউদ্দীন শাহ্ (র.) এর মাজার শরীফের অবস্থান। রাণীশংকৈল হতে অটো চার্জার ও চার্জার ভ্যান যোগে নেকমরদ যাওয়া যায়। স্থানটির মূল নাম ছিল ভবানন্দপুর। তার পূর্বে এর নাম ছিল করবর্তন । নেকমরদের আরেকটি রহস্যময় দিক হলো পীর শাহ্ নেকমরদের মাজার। স্থানীয়রা বিশ্বাস করেন, “শেখ নাসির উদ্দিন (র.)” নামে এক পুণ্যবান ব্যক্তি ইসলাম প্রচারের উদ্দেশ্যে তৎকালীন  'ভবানন্দপুর' (বর্তমান নেকমরদ)  নামক গ্রামে আসেন (সম্ভবত সুলতানি আমলে অর্থাৎ ১৪ শতকের কোনো একসময়)।  তিনি 'পীর শাহ্ নেকমরদ' নামে পরিচিত হন। যার নামেই বর্তমান নেকমরদের নামকরণ। শোনা যায়  'মুঘল সম্রাট খানকাহ' নেকমরদ এর উন্নয়নের জন্য ৭০০ বিঘা জমি দান করেন। পীর শাহ্ নাসির উদ্দিন এর জীবন নিয়ে রয়েছে নানা জনশ্রুতি। কেউ বলেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, কেউ বলেন, তিনি ছিলেন এক মহান সাধক। আরব থেকে যে সূফি সাধক (৩ জন) উত্তর বাংলায় শান্তির বাণী প্রচারে এসেছিলেন তাদের মধ্যে ' সৈয়দ নাসির উদ্দীন (র.)' অন্যতম।  কথিত আছে, তিনি যখন এ অঞ্চলে আসেন, তখন "ভীমরাজ" ও "পীতরাজ" নামে দুই অত্যাচারী রাজা এ জনপদ শাসন করতেন। পীর শাহ নেকমরদ তাঁদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং অলৌকিক শক্তিতে তাঁদের পরাজিত করেন। সেই ধ্বংসপ্রাপ্ত নগরীর ওপরই গড়ে ওঠে বর্তমান নেকমরদ। আবার অনেকে বলে, তিনি ভিমরাজের কাছে জায়গা চান বসবাসের জন্য। কিন্তু তিনি তাকে নদীর মধ্যে জায়গা দেখিয়ে দেন। পীর নদীর মাঝে গিয়ে জায়নামাজ পেতে নামাজ পড়েন আর তখন পানির ভিতর থেকে মাটি উঠে আসে আর তার উপর তিনি ঘরবাড়ি তৈরি করেন। আবার অনেকে ভিন্ন মত পোষণ করে বলেন যে, এই পীরের আসল নাম 'নাসির উদ্দীন পীর শাহ্' তিনি যখন ভবানন্দপুর আসেন তখন এখানকার রাজা ছিল ভীমরাজ। সেই সময় এখানে একটি নদী ছিল। সেই নদী নেই কিন্তু বর্তমানে তার চিহ্ন আছে। বর্তমানে এখানে বড়ো খাল বা নালা আছে। পীর ভিমরাজার কাছে আশ্রয় চান কিন্তু তিনি আশ্রয় দেননি। রাজা নদীর মধ্যে জায়গা দেখিয়ে দেন। তখন পীর কলার পাতায় বসে রওনা হন মুনির দিকে। নদীর মধ্যখানে গিয়ে কলার পাতা আটকে যায়। তখন ঐখানে হঠাৎ করে বালুচর হয়ে যায়। পীর সিজদায় যান আর আশেপাশের সব রাজ প্রাসাদ ভেঙ্গে পড়ে। কিছু পানির মধ্যে বিলীন হয়ে যায়। যার ধ্বংসাবশেষ এখনো নালার মধ্যে পাওয়া যায়। তারপর থেকে পীর এখানে বসবাস শুরু করেন।
No comments found
							
		
			


















