close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নড়িয়া বেরিবাঁধ বাঁচাও অবৈধ বালিখোর হটাও।

Md Nahid Hossain avatar   
Md Nahid Hossain
শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে জেজার দিয়ে বালু উত্তোলন করায় নদীর ডান তীর রক্ষা বাঁধ বাঁচাতে এক মানববন্ধনের আয়োজন করা হয়‌ ,বুধবার সকাল ১১টায় নড়িয়া উপজেলা চত্বরে এ কর্মসূচি..

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু জমাদার, বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি কর্ণেল (অব.) এসএম ফয়সাল, 

কলাবাগান মহিলা দলের সভাপতি শামীমা আক্তার সাথী হিরো, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার খান, নড়িয়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাহবুব হুসাইন সুজন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হাওলাদার, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক খোকন আহমেদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মামুন নড়িয়া উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি উজ্জ্বল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী। এছাড়াও উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ প্রতিবাদে অংশ নেন। 

 

বক্তারা বলেন, পদ্মা নদীর ডানতীর রক্ষা বেড়িবাঁধ বাঁচাতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। বর্তমানে নদীতে প্রায় ৩০ থেকে ৪০টি অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলার কারণে নড়িয়ার বেড়িবাঁধ দ্রুত ধ্বসে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অতীতে পদ্মা নদীর তীব্র স্রোতে নড়িয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার বাড়িঘর ভেসে গিয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর নির্মিত এই বাঁধ এখনও অবৈধ ড্রেজার চালানোর কারণে হুমকির মুখে। 

 

বক্তারা সতর্ক করে দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে নড়িয়াবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বাঁধের ক্ষতি হতে পারে। 

 

প্রতিবাদকারীরা জানান, অবিলম্বে অবৈধ ড্রেজার অপসারণ না করলে তারা আরও বড় ধরনের আন্দোলনের পরিকল্পনা করছেন। নড়িয়ার সাধারণ মানুষ চান, পদ্মা নদী ও এর তীর রক্ষা করে তাদের জীবন ও সম্পদকে সুরক্ষিত করা হোক। 

 

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা।

 

মোঃ নাহিদ হোসেন।

নড়িয়া শরীয়তপুর প্রতিনিধি।

コメントがありません