নদীগর্ভে বিলীন রাস্তা, দুর্ভোগে দীঘিনালার শতাধিক পরিবার ও শিক্ষার্থীরা..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
খাগড়াছড়ির দীঘিনালায় নদীভাঙনের কারণে চলাচলের রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে উত্তর হাচিনসনপুর এলাকার শতাধিক পরিবার ও কোমলমতি শিক্ষার্থীরা।..

আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দীঘিনালা উপজেলার ৪ নং ওয়ার্ডের উত্তর হাচিনসনপুর এলাকায় মাইনী নদীর একটি উপশাখা নদীভাঙনের ফলে ইট সলিং করা একমাত্র রাস্তাটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বর্তমানে এলাকাবাসী ও শিক্ষার্থীরা বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে এই রাস্তাটি দিয়ে মোটরসাইকেল, অটোরিকশা ও চার চাকার গাড়িসহ সবধরনের যানবাহন চলাচল করতো। কিন্তু গত ৭-৮- বছর ধরে নদীভাঙনের কবলে পড়ে রাস্তাটি ধীরে ধীরে নদীতে বিলীন হয়ে গেছে। এরপর থেকেই বাঁশের সাকো বানিয়ে পারাপার করছেন তারা। পারাপারের সময় পড়ে গিয়ে অনেকেই দূর্ঘটনার শিকার হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত ৭-৮ বছর ধরে ধীরে ধীরে নদীভাঙনে রাস্তার প্রায় ৪০ ফুট অংশ নদীতে বিলীন হয়ে গিয়েছে। ফলে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে এবং আমরা দীর্ঘদিন ধরে সাকো বানিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছি। বারবার প্রশাসনের কাছে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

৯ম শ্রেণির শিক্ষার্থী হাসান জানায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাই। কিছুদিন আগে সাঁকো পার হতে গিয়ে পড়ে গিয়েছিলাম, ভাগ্য ভালো পলি মাটি থাকায় বড় কিছু হয়নি।

স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম বলেন, মেম্বার-চেয়ারম্যান অনেকবার এসে দেখে গেছেন। আমরা বারবার দরখাস্ত দিয়েছি, কিন্তু তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

স্থানীয় আরেক বাসিন্দা মোঃ আনোয়ার বলেন, রাস্তাটির মাত্র ৪০ ফুট অংশ সংস্কার করা হলে কয়েকশ পরিবারসহ ছাত্র-ছাত্রীরা দুর্ভোগ থেকে বেচে যেতো। ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে ৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞানো বলেন, বিষয়টি আমি জানি। আমরা রাস্তাটি সংস্কারের চেষ্টা করছি, তবে বাজেট স্বল্পতার কারণে সমস্যা হচ্ছে। এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের সহায়তা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

দীঘিনালা এলজিইডি কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান, আপনাদের মাধ্যমে বিষয়টি জেনেছি। রাস্তাটি আমাদের আইডিতে না থাকলেও মানুষের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো।

অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি না থাকায় জনজীবনে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Md Jakir Hossain
Md Jakir Hossain 2 tháng trước kia
আই নিউজ বিডি❤️
1 0 Đáp lại
Cho xem nhiều hơn