নারায়নগঞ্জের বন্দর থানায়, চাঞ্চল্যকর রাজিব হত্যা মামলার প্রধান আসামি আয়াত (২৮) ও সিফাত(২৩) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (১৭ মে) র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আসামি আয়াত ও সিফাত বন্দর থানার দেওয়ানবাগ পূর্ব পাড়ার মোস্তফার ছেলে।
রবিবার (১৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মো. সোহেল আহমেদ বিজিওএম।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের০৯ অক্টোবর সন্ধ্যায়, বন্দর থানার দেওয়ানবাগ পূর্ব পাড়ার হোসেন মাতবরের ছোট ছেলে রাজিব হোসেন জয়কে পূর্ব শত্রুতার জের ধরে, আসামিরা ফোন করে জনৈক হযরত আলীর বাড়ির সামনে নিয়ে, ভিকটিমকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে এবং রাস্তার পাশে থাকা ইট দিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া মৃত্যু নিশ্চিত করে। এরই প্রেক্ষিতে নিহত ভিকটিমের বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।



















