close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নারায়ণগঞ্জে চাঁদা র দাবিতে বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারের উপর ডন বজলুর হাম লা,সাবেক উপজেলা চেয়ারম্যান অপদস্ত..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নারায়ণগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের কাজকে কেন্দ্র করে ১৫ লাখ টাকার চাঁদা না দেওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ওপর প্রকাশ্যে হামলা চালিয়েছে বিএনপি নেতা ডন বজলু ও তার অনুসারীরা। হামলাকারীরা ম..

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর এলাকায় ঘটে যাওয়া এক বেদনাদায়ক ও চাঞ্চল্যকর ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল। বিদ্যুৎ কেন্দ্রের একটি টেন্ডার কাজকে কেন্দ্র করে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ওরফে 'ডন বজলু'র বাহিনী তার ওপর নৃশংস হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। চাঁদার ১৫ লাখ টাকা না দেওয়ায় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় হামলাকারীরা।

এই নির্মম ঘটনাটি ঘটে রবিবার (২৯ জুন), দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায়, যেখানে ৪২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের টিআই কাজ বাস্তবায়ন হচ্ছিল। মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল ‘মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ’, যাদের কাছ থেকে সাব-ঠিকাদার হিসেবে কাজটি নেন আতাউর রহমান মুকুল।

মুকুল জানান, তিনি ওইদিন চুক্তিপত্রে স্বাক্ষর করতে বিদ্যুৎ কেন্দ্রে যান। তখনই পূর্ব-পরিকল্পিতভাবে ডন বজলু ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরে এবং বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, হামলাকারীরা তার জামাকাপড় ছিঁড়ে তাকে বিবস্ত্র করে, মোবাইলে ভিডিও ধারণ করে এবং তা ফেসবুকে আপলোড করে।

অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত মুকুল এর আগে দুইবার বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মহানগর বিএনপির সহ-সভাপতি ছিলেন। এ ধরনের ঘটনার শিকার হওয়ায় তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা চরম ক্ষুব্ধ।

আমি কাজের দায়িত্ব নেওয়ার পর থেকেই ডন বজলু ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আমি রাজি না হওয়ায় হুমকি দিয়েছিল। এখন সেই হুমকিই বাস্তব হয়ে গেল।

ঘটনার পরপরই মুকুলকে গুরুতর আহত অবস্থায় বন্দর থানা পুলিশ ও সেনা ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো প্রতিবাদে ফুঁসে উঠেছে। তারা সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।

আহত ঠিকাদারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনার পর নারায়ণগঞ্জের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ডন বজলু ও তার বাহিনীর এমন হিংস্র আচরণে সাধারণ মানুষ আতঙ্কিত। স্থানীয় এলাকাবাসীর অনেকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ডন বজলু বাহিনী হরিপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং টেন্ডারবাজিতে লিপ্ত।

সাবেক জনপ্রতিনিধির উপর এ ধরনের হামলা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।
বিএনপি নেতারা এই হামলার ঘটনার জন্য সরকারপক্ষকে দায়ী করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সাবেক একজন চেয়ারম্যানকে চাঁদার জন্য প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতির দুর্দশার প্রতিচ্ছবিই নয়, বরং এটি আমাদের রাজনীতির কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, তারও বাস্তব উদাহরণ। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সর্বমহল থেকে।

لم يتم العثور على تعليقات