close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নারায়ণগঞ্জে পুকুর থেকে সিফাতের লাশ উদ্ধার: ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
১ সেপ্টেম্বর থেকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি কারখানায় নাইট শিফটে কাজ শুরু করেছিলেন।
নারায়ণগঞ্জ শহরের খানপুরের বউবাজার থেকে সিফাত (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এদিন সকালে পুকুরে সিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। নিহত সিফাত শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের দন্ত চিকিৎসক সোহেল মল্লিকের ছেলে। তিনি নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং ১ সেপ্টেম্বর থেকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি কারখানায় নাইট শিফটে কাজ শুরু করেছিলেন। সিফাতের বাবা সোহেল মল্লিক জানান, সোমবার রাতে নাইট শিফটে কাজের জন্য সিফাত বাসা থেকে বের হয়। মঙ্গলবার সারাদিন সিফাত বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হয়। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে লাশ ভাসতে থাকার খবর পেয়ে শনাক্ত করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Nenhum comentário encontrado