close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে মাসুদ-পন্টি প্যানেলের নিরঙ্কুশ জয়..

GK Shohag avatar   
GK Shohag
গোলাম কিবরিয়া সোহাগ, জেলা প্রতিনিধি ( নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেল নিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে মাসুদ-পন্টির নেতৃত্বাধীন প্যানেল। 

উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে, শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ক্লাবের কার্যকরী পরিষদের (২০২৫-২০২৭) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে জয় পেয়েছেন আবু সাউদ মাসুদ (আমার দেশ) ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন)। সর্বমোট ৭৯ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭টি ভোট বাতিল হয়েছে। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে জয়লাভ করা অন্যান্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে বিল্লাল হোসেন রবিন (এনটিভি), সহ-সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল (মাছরাঙা), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান কাকন (আমাদের সময়)।

কার্যকরী সদস্য পদে জয় পেয়েছেন রফিকুল ইসলাম জীবন (নিউ এইজ), আরিফ আলম দিপু (শীতলক্ষ্যা), আব্দুস সালাম (এটিএন), মাহফুজুর রহমান ও প্রনব কৃষ্ণ রায় (সংবাদ)।

নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, মাসুদুজ্জামান মাসুদ ও অ্যাডভোকেট নবী হোসেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু সাউদ মাসুদ এবং  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান মাসুম পেয়েছেন ১৬ ভোট এবং খন্দকার শাহ আলম  পেয়েছেন ১০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন পন্টি ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রফিক  পেয়েছেন ১৭ ভোট। সহ-সভাপতি পদে  বিল্লাল হোসেন রবিন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাফিজ আশরাফ পেয়েছেন ২১ ভোট এবং অহিদুল হক খান পেয়েছেন ৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে আহসান সাদিক শাওন ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান আরিফ পেয়েছেন ১২ ভোট। কোষাধ্যক্ষ পদে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান জুয়েল এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ আলী এটম পেয়েছেন ১৬ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লুৎফর রহমান কাকন ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপক কান্তি ভৌমিক পেয়েছেন ১৪ ভোট।

কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ৬৭ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম জীবন, আরিফ আলম দীপু পেয়েছেন ৫০ ভোট, আব্দুস সালাম পেয়েছেন ৪৪ ভোট, এ কে এম মাহফুজুর রহমান পেয়েছেন ৪৩ ভোট ও ৪২ ভোট পেয়ে প্রণব কৃষ্ণ রায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিদর্শন করেন র‍্যাব-১১-এর সিও লেফটেন্যান্ট কর্নেল এএইচএম সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়া জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator