close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নালায় বৃদ্ধের মরদেহ,তদন্তে নেমেছে পুলিশ

Satyajit Das avatar   
Satyajit Das
An elderly man's blood-stained body was found in a canal in Kamalganj, Moulvibazar. Family alleges premeditated murder; police found multiple stab wounds on the neck.

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি নালা থেকে ময়ুর মিয়া (৭০) নামের এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার দাবি করেছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বামনবীল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়ুর মিয়া বড়চেগ গ্রামের বাসিন্দা এবং তবারক মিয়ার পুত্র।

 

পুলিশ ও পরিবারের বরাতে জানা যায়, ময়ুর মিয়া বিকেলে বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। রাতে তার মোবাইল ফোন বন্ধ থাকায় এবং দীর্ঘ সময় ধরে যোগাযোগ না হওয়ায় স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ শুরু করেন। পরে বাড়ি থেকে কিছু দূরে বামনবীল এলাকার একটি নালায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানানো হলে রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

 

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি জানান,“নিহতের গলায় ছুরিকাঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং আসামিদের শনাক্তে অভিযান চালাচ্ছি।”

 

ময়ুর মিয়ার পরিবারের দাবি,এটি কোনো দুর্ঘটনা নয়-পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর থেকে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

No comments found


News Card Generator