পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এলাকাবাসী জানান সরকারি বিভিন্ন প্রজেক্ট এর রাস্তায় বালু ভরাটের জন্য ও রাস্তা সংস্কারের কাজে, জমি ভরাটের জন্য খাল থেকে বালু তোলা হয়। একাধিক এলাকাবাসি নাম প্রকাশ না করার শর্তে বলেন মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন খালে ড্রাম দিয়ে তৈরিকৃত ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। বাধা দিলেও কোন লাভ হয় না। এই চক্রটি গ্রামবাসিকে বলে, সরকারি রাস্তার কাজ করা হচ্ছে এতে কোন সমস্যা নাই। ২ নং ওয়ার্ড নিবাসী মহিলা (১,২,৩) নং সংরক্ষিত আসনের মেম্বার সুনিতি সুতার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাশ বলেন খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা ভরাট করা সম্পূর্ণ বেআইনি। টি,আর প্রকল্পের বরাদ্দকৃত টাকা দিয়ে মাটি দিয়ে রাস্তা ভরাট করবে। খাল থেকে বালু উত্তোলন করে রাস্তা করার কোন সুযোগ নাই। মেম্বাররা যদি খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে রাস্তা করে থাকে তাহলে তা সম্পূর্ণ বেআইনি ভাবে করেছে।
নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ কে খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার বিষয়ে জানার জন্য মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			