চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় নাজিরহাট পৌরসভায় ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২২ জুন) বিকেল ৫টায় নগরীর বহদ্দারহাট হোটেল জামানের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফটিকছড়ি উপজেলার জিয়া মঞ্চের কার্যক্রম আরও গতিশীল করতে মোহাম্মদ ইয়াকুবকে আহ্বায়ক এবং ইনামুল হক বাপ্পিকে সদস্য সচিব করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিগত তিন দশকের বেশি সময় ধরে জিয়া মঞ্চ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দেশপ্রেমিক যুবকদের সংগঠিত করে আসছে। চট্টগ্রামের প্রতিটি অঞ্চলে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে। নতুন কমিটির মাধ্যমে ফটিকছড়িতে জাতীয়তাবাদী শক্তির ভিত্তি আরও শক্তিশালী হবে।”
সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ উত্তর জেলার সহ-সভাপতি আবদুল কাদের এবং সঞ্চালনা করেন ফটিকছড়ি উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অহিদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক খুরশেদ আলম ফারুকী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মো. এজলাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য মোহাম্মদ আমান উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



















