close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নড়াইলে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি

Arif Masum avatar   
Arif Masum
নড়াইল, দুর্ধর্ষ চুরি

নড়াইলে দিনেদুপুরে স্কুল শিক্ষিকার বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। লুট হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী। 

জানাযায় ৪ মে নড়াইল মহিষখোলা শিশু একাডেমীর পাশে বখতিয়ার হোসেন ও তার স্কুলশিক্ষিকা স্ত্রী সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে যান। পরবর্তীতে কয়েক ঘন্টাপর বাসায় ফিরে দরজার তালা ভাঙ্গা ও ঘরবাড়ি এলোমেলো অবস্থায় দেখতে পান। তিনি জানান বাসার দোতলা বেয়ে নেমে কে বা কাহারা এই চুরি সংগঠিত করেছে। 
চোরেরা তার বাসার আলমারীর তালা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণের গহনা সহ নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এবং পুরো বাড়ির সকল মালামাল তসনস অবস্থায় রয়েছে।
চুরির সংবাদ পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন ও প্রতিবেশীদের সাথে কথা বলেন। 
চুরির ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার বা চোরাই মালামাল উদ্ধার সম্ভব হয়নি। 

No comments found