নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৮: এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় বড় দুর্ঘটনা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। গত শনিবার (২৫ জানুয়ারি) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্র
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। গত শনিবার (২৫ জানুয়ারি) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন। মাত্র এক সপ্তাহ আগে একই ধরনের আরেকটি ঘটনায় দেশটিতে প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিলেন। এই বিষয়ে বার্তাসংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিস্ফোরণের কারণ ও দুর্ঘটনার বিবরণ শনিবারের ঘটনায় জ্বালানিবাহী ট্যাংকারটি এক্সপ্রেসওয়েতে চালক নিয়ন্ত্রণ হারালে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ফেডারেল রোড সেফটি কর্পসের মুখপাত্র ওলুসেগুন ওগুংবেমাইড জানিয়েছেন, ট্রাকটির ব্রেক কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ‘বিস্ফোরণের সময় আগুনে পুড়ে ১৮ জন ভুক্তভোগীর দেহ এতোটাই দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা অসম্ভব।’ এ ঘটনায় ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এক সপ্তাহে দুইটি বড় দুর্ঘটনা মাত্র এক সপ্তাহ আগেই নাইজেরিয়ার একটি ব্যস্ত এলাকায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিলেন। বারবার এমন দুর্ঘটনা দেশটির পরিবহন খাতের চরম অব্যবস্থাপনার দিকটি তুলে ধরছে। দুর্ঘটনার প্রধান কারণ নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। রাস্তার করুণ অবস্থা, যানবাহনের অপ্রতুল রক্ষণাবেক্ষণ এবং চালকদের অদক্ষতার কারণে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা পশ্চিম আফ্রিকার এই দেশটির জন্য একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নাগরিকদের উদ্বেগ ও সরকারের করণীয় এই মর্মান্তিক ঘটনায় নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সরকারের প্রতি সবার জোরালো দাবি, অবিলম্বে সড়ক ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটানো হোক। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা প্রতিরোধে সড়কের রক্ষণাবেক্ষণ, যানবাহনের নিয়মিত চেকআপ এবং চালকদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। শেষ কথা নাইজেরিয়ায় এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে দেশটি আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। এরই মধ্যে আন্তর্জাতিক মহলও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
Aucun commentaire trouvé


News Card Generator