নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন (বৃহস্পতিবার) সকালে কলেজের আইসিটি ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন নাগরপুর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার সুপার মো. আব্দুস ছালাম আনসারি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দসহ নাগরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মীর খালিদ মাহবুব রাসেল এবং সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
আলোচনা সভা শেষে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মো. আব্দুস ছালাম আনসারি।
দোয়া শেষে কলেজের পক্ষ থেকে তোবারক বিতরণ করা হয় এবং উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।