নাগরপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ট্রাক ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ২টার দিকে নাগরপুর–পাকুটিয়া সড়কে টহলরত পুলিশের একটি দল একটি ট্রাক ও কয়েকজন লোককে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে। এ সময় এসআই কামরুজ্জামান ও এসআই তাহের জিজ্ঞাসাবাদের জন্য সিগন্যাল দিলে ডাকাতরা ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে নিরবচ্ছিন্ন ধাওয়া চালিয়ে নাগরপুর থানা পুলিশের চৌকস সদস্য এসআই কামরুজ্জামান, এসআই জুয়েল ও এসআই তাহের ভোর রাত আনুমানিক ৩টার দিকে নাগরপুর সদরের তালতলা এলাকা থেকে দুই ডাকাতকে আটক করতে সক্ষম হন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, কাটার, লাঠি এবং একটি রেজিস্ট্রেশনবিহীন (টাটা ১০১০ সিআরএক্স) মডেলের ট্রাক জব্দ করা হয়। অভিযানে ডাকাত দলের আরও অন্তত ১৫ জন সদস্য পালিয়ে যায়।
এ ঘটনায় নাগরপুর থানায় ৬ জানুয়ারি ২০২৬ তারিখে ৩ নং ক্রমিক মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত রেজিস্ট্রেশনবিহীন ট্রাকটির মালিকানা শনাক্ত করা হয়েছে। ট্রাকটির প্রকৃত মালিক নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আকতারাইলের কান্দাপাড়া-সাক্ষিপাড়া গ্রামের মতিয়ার হোসেনের ছেলে রাব্বি।
থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ডাকাতরা এর আগেও বিভিন্ন চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
নাগরপুর থানার অফিসার তদন্ত (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, “গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়ের করে রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

Tidak ada komentar yang ditemukan


News Card Generator