close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নাগরপুরে ভূমি সমস্যার দ্রুত সমাধানে বিশেষ শুনানি দিবস চালু..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে ভূমি সমস্যার দ্রুত সমাধানে বিশেষ শুনানি দিবস চালু

 

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: নাগরপুর উপজেলার ভূমি বিষয়ক সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসন এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি বিষয়ক সমস্যার জন্য নির্ধারিত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান (ইউএনও) ও সহকারী কমিশনার দীপ ভৌমিক (ভূমি) এ দিন যৌথভাবে বসবেন এবং ভূমি সংক্রান্ত অভিযোগ, সমস্যার শুনানি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, প্রতিদিন বিভিন্ন ভূমি সমস্যায় ভুক্তভোগীরা উপজেলা কার্যালয়ে ছুটে আসেন। কিন্তু নিয়মিত দাপ্তরিক ব্যস্ততার কারণে এসব সমস্যায় পর্যাপ্ত সময় ও মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। সেই চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ১ জুলাই ২০২৫, মঙ্গলবার থেকে এই বিশেষ শুনানি কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন নির্ধারিত দিনে নিজ নিজ অভিযোগ নিয়ে উপজেলা কার্যালয়ে উপস্থিত হন।

নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “সব সমস্যার সমাধান হয়তো একদিনে সম্ভব নয়। তবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ— ভূমি নিয়ে নাগরিকদের দুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাবো।”

لم يتم العثور على تعليقات