close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নাগরিক ভাবনার মৌলভীবাজার সদর প্রতিনিধি হলেন রুবেল আহমেদ।..

Sanjoy Malakar avatar   
Sanjoy Malakar
জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার মৌলভীবাজার সদর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন
রুবেল আহমেদ ..

২৬ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় শহরের শ্রীমঙ্গল সড়কের বেঙ্গল  কাবাব হাউসে এক আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার স্টাফ রিপোর্টার গোবিন্দ মল্লিক এর হাত থকে রুবেল আহমেদ-কে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার নিয়োগ পত্র ও আইডি কার্ড গ্রহণ করা হয়। 

এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নাগরিক 
স্টাফ রিপোর্টার গোবিন্দ মল্লিক, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি জুবায়ের আহমেদ রুমি,সঞ্জয় মালাকার। সকলের উপস্থিতিতে রুবেল আহমেদ-কে নিয়োগ পত্র ও আইডি কার্ড হস্তান্তর করা হয়। 

এসময়ে দৈনিক নাগরিক স্টাফ রিপোর্টার গোবিন্দ মল্লিক,বলেন দৈনিক নাগরিক ভাবনা সারা বাংলাদেশে দেশের কথা জানতে জানাতে সংবাদ প্রকাশে ন্যায়ের পক্ষে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন। 

রুবেল আহমেদ তাঁর বক্তব্যে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার, স্টাফ রিপোর্ট ও চেয়ারম্যান মহোদয়, সম্পাদক ও প্রকাশ-কে ধন্যবাদ জানান। এবং সকলের নিকট দোয়া কামনা করেন।

Aucun commentaire trouvé


News Card Generator