মুসলিম ঐক্যের নতুন সেতুবন্ধন 'মার্চ ফর গাজা ' : আজহারি

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি বলেন মার্চ ফর গাজা কর্মসূচি মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন রচনা করবে ।..
শনিবার (১২ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে নিজেদের ভেরিফাইড ফেসবুকে পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি। 

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেছেন, ‘আজকের মার্চ ফর গাজা কর্মসূচি নিছক কোনো পদযাত্রা নয়। এটি আমাদের এই অঞ্চলের মুসলিমদের ঐক্যের এক নতুন সেতু বন্ধন রচনা করবে ইনশাআল্লাহ।’

এ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। তারা ছোট বড় মিছিল নিয়ে আসছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হচ্ছেন। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা গেছে।
 
গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। 
 
 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি। এই কর্মসূচির আয়োজন করেছে  ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।
 
এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। গাজার নিরস্ত্র মানুষের প্রতি সংহতি জানাতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
لم يتم العثور على تعليقات


News Card Generator