বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজারে মুরগির দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। কারওয়ান বাজার, নিউমার্কেট, যাত্রাবাড়ীসহ বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকায় এবং সোনালি মুরগি ৩০০-৩১০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৮০-২৯০ টাকা। অর্থাৎ, ব্রয়লার মুরগির কেজিতে ১০-২০ টাকা এবং সোনালি মুরগির কেজিতে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
মুরগি ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছরই রোজার শেষের দিকে এবং ঈদের আগে মুরগির দাম বাড়ে। পাইকারি বাজারে খামারিরা কম মুরগি সরবরাহ করায় চাহিদার তুলনায় জোগান কম, ফলে দাম বৃদ্ধি পেয়েছে।
এদিকে, চালের দাম আগের মতোই বেশি থাকলেও ডিমের দাম ক্রমশ কমছে। বর্তমানে প্রতি ডজন ডিম ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত এক মাস ধরেই স্থিতিশীল রয়েছে। গরুর মাংসের দামও অপরিবর্তিত থেকে প্রতি কেজি ৭৫০-৭৮০ টাকায় বিক্রি হচ্ছে।