উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজ চত্বরে বৃহস্পতিবার পরীক্ষা শুরু হওয়ার আগেই ছাত্রদলের হেল্প ডেক্সের মাধ্যমে এইচএসসি পরিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানাভাবে সহযোগীতা করতে দেখা যায়। বিশেষ করে শিক্ষার্থীদের কেন্দ্র এবং আসন বিন্যাস সংক্রান্ত সমস্যায় বেশি মনোযোগী ছিলেন উক্ত কলেজ ছাত্রদলের একঝাঁক তরুণ নেতাকর্মী। এছাড়া পরিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ বোতলজাত পানিসহ পরীক্ষা সামগ্রী বিতরণ করতে দেখা গেছে। বেশকিছু কেন্দ্র ঘুরে একই ধরনের চিত্রের দেখা মিলেছে। পরিক্ষার্থী ও অভিভাবকেরা এধরনের উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও ছাত্রছাত্রীদের কল্যাণে ছাত্রদলের অবদান রাখান দাবি জানিয়েছেন।
শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেন বলেন,পরিক্ষার্থীদের সহযোগী করার লক্ষ্যে
মুক্তাগাছা উপজেলা ও পৌর এবং বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের পক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্টে হেল্প ডেক্স বসিয়ে পরিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগী করা হয়েছে। এধরনের কার্যক্রম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেনের সভাপতিত্বে হেল্প ডেস্ক পরিচালনায় ছিলেন,সদস্য সচিব আমির ফয়সাল,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান আহমেদ,উপজেলা ছাত্রদল নেতা ইসরাফিল হোসেন ডালি,কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ সরকার,রাশেদ মিয়াসহ পৌর ছাত্রদল নেতা জহিরুল ইসলাম,দেলোয়ার হোসেন প্রমুখ।