গ্রেফতারকৃতরা হলেন- মুক্তাগাছা উপজেলার ১নং দুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়া ও পৌরসভার ৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো.নবী হোসেন।
শুক্রবার দুল্লা এলাকায় সোহেলকে এবং পাড়াটঙ্গী থেকে নবীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান,তাদের বিরুদ্ধে আগস্টের ৭ তারিখের হামলা ও ভাঙচুর মামলা রয়েছে। উক্ত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,দুল্লা ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়ার বিরুদ্ধে এলাকার সুদি কারবারি মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি করাসহ সুদের টাকা পরিশোধ না করায় নয়ছয় দলিলের মাধ্যমে জোরপূর্বক প্রবাসীর বাড়ী দখলের অভিযোগ রয়েছে।