close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মুক্তাগাছায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি..

Azizul Islam avatar   
Azizul Islam
মুক্তাগাছায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত ১৫ দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এর নির্দেশনায় এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসাদ ফরাজীর নেতৃত্বে ৮ নম্বর দাওগাঁও ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক ফুল, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

শনিবার সকাল ১০টায় দাওগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরবর্তীতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ রোপণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম. জে. এইচ নোমান। আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিলন সরকার, স্বপন সরকার, মো. রাফসান বিন রাসেল, মো. হাসান, মো. রানা মারুফ, মো. সিফাতসহ ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ আন্দোলনের অংশ হিসেবে ভবিষ্যতেও এই ধরণের কর্মসূচি চলমান থাকবে।

Inga kommentarer hittades