ময়মনসিংহের মুক্তাগাছায় ১২ টি তাজা কাঁচা গাঁজার গাছ উদ্ধার করাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৮ মাদক করবারীকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা অফিস ময়মনসিংহ।
পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ পরিদর্শক এসআই মো.রফিকুল ইসলাম মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ী এলাকার ২৩ জুন সোমবার রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে ওই এলাকার বাসিন্দা আক্কাছ আলীর ছেলে ফুল মামুদের (৩৮) বসত ঘরের পাশ থেকে ১২টি তাজা কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুদ আগেই পালিয়ে যায়। পলাতক আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলেও জানাই পুলিশ।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৯৩ গ্রাম হেরোইন,৪শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.মহিদুল ইসলাম জানান,গ্রেফতারকৃদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা,ভালুকা ও মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।



















