মুকসুদপুরে নির্বাচন উপলক্ষে প্রশাসন–সেনাবাহিনীর মতবিনিময় সভা
মোঃ মামুন মোল্লা, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় মহারাজপুর, বাটিকামারী, দিগনগর ও মোচনা—এই চারটি ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থেকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়া-আসা নিশ্চিতকরণ, গুজব প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং সন্দেহজনক কোনো তথ্য দ্রুত প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়।
সেনাবাহিনীর প্রতিনিধিরা বলেন, নির্বাচনকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতে তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে এবং প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ে টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভাটি এলাকায় নির্বাচনকে ঘিরে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে বলে উপস্থিত অনেকেই মত প্রকাশ করেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
کوئی تبصرہ نہیں ملا



















