মুকসুদপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

মুকসুদপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
গোপালগঞ্জের মুকসুদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বাদ আসর ফরিদ মিয়া কমপ্লেক্সে অবস্থিত মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা, মুকসুদপুর থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি ফরিদ আহমেদ মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুকসুদপুর প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
সভাপতির বক্তব্যে মো. ছিরু মিয়া মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসনই ছিলেন না, তিনি ছিলেন আপোষহীন ও সাহসী নেতৃত্বের প্রতীক।”
তিনি তার শাসনামলে দেশের অর্থনৈতিক উন্নয়নসহ জাতীয় পর্যায়ে অর্জিত বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মণ্ডল এবং সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মাহাবুব হাসান বাবর।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহমেদ মিয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“মরহুমা বেগম খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে এবং পরিকল্পিতভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
তিনি বেগম খালেদা জিয়ার পারিবারিক জীবন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা, রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ও রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন সৌদি আরবের জিঝানস্থ আবু আরিস জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারি, সাবেক সেনা কর্মকর্তা এবং হাকীমুল উম্মাহ ন্যাশনাল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান ও ভাইস প্রিন্সিপাল আলহাজ হাফেজ মাওলানা মো. নূরুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান লেবু, সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মিয়া ও সামচুল আরিফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মামুন মোল্লা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া, আইনবিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশসহ কার্যকরী সদস্য নুর আলম শেখ, মো. নিয়ামুল ইসলাম, নূর আসাদ মৃধা, আশিক উন নুর দিপু ও কামরুল মিয়া।
দোয়া মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশ-জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Keine Kommentare gefunden


News Card Generator