মুকসুদপুর থানার এসআই মোবারক হোসেন: সততার সঙ্গে দায়িত্ব পালন আমার অঙ্গীকার
গোপালগঞ্জ মুকসুদপুরের এসআই মোবারক হোসেন বলেন, “প্রতি মুহূর্তে আইন ও ন্যায় রক্ষার পাশাপাশি আল্লাহর সাহায্য কামনা করি, যাতে দায়িত্ব সততার সঙ্গে পালন করতে পারি।”
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় কর্মরত এসআই মোবারক হোসেন সম্প্রতি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বলেন,
"আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করি। প্রতিদিন মহান আল্লাহর স্মরণ করি যেন তিনি আমাকে দায়িত্ব পালনের জন্য যথাযথ তৌফিক দান করেন।"
এসআই মোবারক হোসেন দীর্ঘ সময় ধরে মুকসুদপুর থানায় সমাজে শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়মিত কাজ করে আসছেন। তিনি বলেন, “একজন পুলিশ কর্মকর্তার জন্য জনগণের বিশ্বাস অর্জন ও সততার সঙ্গে দায়িত্ব পালন সবচেয়ে বড় লক্ষ্য।”
তার দায়িত্ব এবং নিষ্ঠার কারণে স্থানীয় জনগণের মধ্যে তার প্রতি ব্যাপক আস্থা ও সম্মান রয়েছে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
মুকসুদপুর থানার এসআই মোবারক হোসেন: সততার সঙ্গে দায়িত্ব পালন আমার অঙ্গীকার..
Ingen kommentarer fundet



















