মুজিব’ করেছি, এবার ‘জিয়া’র চরিত্রেও অভিনয়ে প্রস্তুত: পর্দায় ফিরেই চমকে দিলেন আরিফিন শুভ
বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ, যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন—সেই শুভ দীর্ঘ সময় পর আবারো সামনে এলেন।
গত বছরের ৫ আগস্ট, যখন সরকার বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এক রাজনৈতিক পালাবদলের গুঞ্জন উঠছিল, তখন থেকেই গা ঢাকা দিয়েছিলেন শুভ। অনেকেই ধারণা করেছিলেন, হয়তো রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তিনি। কারণ, মুজিব চরিত্রে অভিনয়ের পরই শুভকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়—তিনি নাকি এমপি হবেন, কিংবা বিশেষ কোনো রাজনৈতিক সুবিধা পাচ্ছেন!
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভ নিজেই ভেঙে দিয়েছেন সব জল্পনা-কল্পনা।
‘আমি শুধু একজন অভিনেতা। রাজনীতি আমার জায়গা না। আমি অভিনয়ের লোক, রাজনীতি নিয়ে ভাবি না, ভাবতেও চাই না,’—স্পষ্টভাবেই বললেন তিনি।
তবে সবচেয়ে বড় চমক ছিল তার পরবর্তী মন্তব্যে।
প্রশ্ন করা হয়—‘আপনি তো মুজিব চরিত্রে অভিনয় করেছেন। আগামীতে যদি জিয়াউর রহমানের বায়োপিক তৈরি হয় এবং আপনাকে জিয়া চরিত্রে অভিনয় করতে বলা হয়, করবেন কি?’
উত্তরে বিন্দুমাত্র দ্বিধা না রেখে শুভ বলেন—
‘অবশ্যই করব, যদি পরিচালকের মনে হয় আমি চরিত্রের জন্য উপযুক্ত। আমি একজন পেশাদার অভিনেতা। আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে জীবন্ত করে তোলা। মুজিব, জিয়া কিংবা যে কেউ—আমার কাজ শুধু অভিনয়।’
শুভ আরো জানান, ‘মুজিব’ সিনেমার জন্য এক টাকার বিনিময়ে কাজ করার কথাও ছিল ভিত্তিহীন। তিনি বলেন—
‘অনেক আগে থেকেই বলেছি, রাজনীতি করব না। কেউ চাইলে আমার সেই বক্তব্যের রেকর্ডও পেয়ে যাবেন। যদি কেউ প্রমাণ করতে পারেন আমি কোনো সুবিধা নিয়েছি, সেটা জাতির সামনে আনুন।’
‘নীলচক্র’ দিয়ে পর্দায় ফেরার ঘোষণা
দীর্ঘ সময় পর আবার সিনেমা হলে ফিরছেন শুভ। এবারের ঈদুল আজহায় মুক্তি পাবে তার নতুন চলচ্চিত্র ‘নীলচক্র’। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ানসহ আরও অনেকে।
সিনেমাটির প্রেক্ষাপট ও গল্প নিয়ে এখনও খুব বেশি কিছু জানা না গেলেও শুভ জানিয়েছেন—এই সিনেমা দর্শকদের একটি আলাদা অভিজ্ঞতা দেবে।
‘আমি চেষ্টা করেছি গল্পের গভীরে গিয়ে অভিনয় করতে। অনেক দিন দর্শক আমাকে বড় পর্দায় দেখেননি। আশা করছি, “নীলচক্র” দিয়ে সেই খরা কাটবে,’—বললেন শুভ।
তিনি আরও জানান, দেশের বাইরেও কিছু নতুন প্রজেক্টের কাজ চলছে। কিছু আন্তর্জাতিক সহ-প্রযোজনার পরিকল্পনাও রয়েছে।
‘সবকিছু গুছিয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে,’—জানান এই তারকা।
অভিনয়ে ফিরেই শুভ একটি বার্তা দিলেন সবার উদ্দেশ্যে—
‘আমি অভিনয়টা ভালোবাসি। যে কোনো চরিত্র—ভালো, মন্দ, ঐতিহাসিক—আমি করতে রাজি, যদি তাতে শিল্পের দাবি থাকে। শুধু চাই দর্শক আমার কাজ দেখুক, বিচার করুক।’



















