close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মতলব উত্তরে শিক্ষক কর্তৃক চাত্রী নির্যাতনের অভিযোগ

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

মতলব উত্তরে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতনের অভিযোগ 

স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব উত্তরের ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে শপথ বাক্য পাঠ করার সময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মালিহা আক্তারকে নির্মমভাবে পিটিয়েছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ শেখ সাদী। ঘটনার পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের অভিযোগ, শপথ বাক্য পাঠ না করাকে কেন্দ্র করে আমাদের সহপাঠী মালিহা আক্তারকে বেধড়ক মারধর করেন শিক্ষক শেখ সাদী। মালিহার পরিবার অভিযোগ করেছে, এই ঘটনার ফলে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হয়েছে।
ঘটনার তিন দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। এমনকি ছাত্রীর অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার পরও প্রশাসনিক স্তরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিভাবক ও সচেতন  মহল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ে সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে দোষী শিক্ষকের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ভুক্তভোগী শিক্ষার্থী মালিহা আক্তারের মা, যিনি নিজেও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি বলেন, আমি একজন শিক্ষক হয়েও আজ নিজের মেয়ের জন্য বিচার চাইতে হচ্ছে, এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। আমি কখনো ভাবিনি, একটি স্কুলে এমন নির্যাতনের শিকার হতে পারে একটি মেয়ে, তাও শুধু শপথ বাক্য না করা জন্য! শিক্ষক যদি এমন করেন, তাহলে শিক্ষার্থীরা নিরাপত্তা পাবে কোথায়? আমি  চাই এমন ঘটনার পুনরাবৃত্তি আর না হয়। শিক্ষকতা পেশা পবিত্র, সেটিকে কলঙ্কিত করার অধিকার কারো নেই।
এ বিষয়ে শিক্ষক মোহাম্মদ শেখ সাদী জানান, শপথ বাক্য পাঠ করানোর জন্য আমি শিক্ষার্থী মালিহাকে বলি, সে অসম্মতি প্রকাশ করলে আমি তাকে শাসন করি।
 বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি শুনেই সঙ্গে সঙ্গে খোঁজ নিতে শুরু করেছি। একজন শিক্ষক যদি শিক্ষার্থীকে শারীরিকভাবে আঘাত করে থাকে, সেটি অবশ্যই তদন্তসাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, এবং সত্যতা প্রমাণিত হলে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ছবি ক্যাপশন :
ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়। ইনসেটে ক্রীড়া শিক্ষক শেখ সাদি।

Ingen kommentarer fundet


News Card Generator