মতলবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ চাষের প্রণোদনা বিতরণ
শহিদুল ইসলাম খোকন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উফশী আউশ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৬ এপ্রিল-২০২৫) উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে প্রণোদনা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রদান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ সালাহ্ উদ্দিন ও কৃষক প্রতিনিধি তারিক মাহমুদ।
কৃষকের মাঝে উচ্চ ফলনশীল উফশী আউশ বি-৪৮,৮৫,৯৮জাতের ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি এম ও পি ও ১০ কেজি ড্যাপ সার বিতরণ করা হয়। এ ভাবে ২ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হবে।
ছবি ক্যাপশন: মতলবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের করছেন ইউএনও মাহমুদা কুলসুম মনি



















