যৌথ বাহিনীর অভিযানে মতলব উত্তরে অস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার
যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরের মতলব উত্তরে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার ২৩ জুন সকালে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করে। এ অভিযানে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের রামদাশপুর এলাকা থেকে ১টি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন এবং ১ রাউন্ড অ্যামোনিশন উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			