মতলব উত্তরে বিপুল পরিমাণ অবৈধ জাল ও চায়না চাই বিনষ্ট।

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

মতলব উত্তরে ৬ লক্ষ মিটার অবৈধ জাল ও ৪শ' টি চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

শহিদুল ইসলাম খোকন:
চাঁদপুরের মতলব উত্তর যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল, ৩ লক্ষ মিটার মশারী জাল এবং ৪শ' টি চায়না দুয়ারী বা রিং চাই জব্দ করা হয়েছে। 
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার আমিরাবাদ বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ড।
অভিযানে জব্দকৃত সব জাল বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এ অভিযান। সচেতন এলাকাবাসীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্ট গার্ড, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল কাইয়ুম।
এসময় সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, “জাটকা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে এই অভিযান পরিচালিত হয়েছে। কারেন্ট জাল ও চায়না দুয়ারী দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব অবৈধ সরঞ্জাম যাতে বাজারে বিক্রি না হয়, সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


ছবি ক্যাপশন:
মতলব উত্তরে যৌথ অভিযানে ৬লক্ষ মিটার অবৈধ জাল ও ৪শ' টি চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Walang nakitang komento