close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মসজিদের ভেতরে নামাজরত মুসল্লিকে মারপিট, আসামি আটক

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে নুর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে মারপিটের ঘটনা..

নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে নুর আলী মোল্লা নামে এক ব্যক্তিকে মারপিটের ঘটনায় আব্দুল খালেক নামে আর এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।ঘটনাটি ঘটেছে শহরতলীর মোবারককাঠি গ্রামের চাকলাদার ফিলিং স্টেশনের পেছনের হযরত আবু বক্কার (রাঃ) মসজিদে। আটক খালেক ওই এলাকার আব্দুল লতিফের ছেলে।ওই এলাকার সাবরিনা মমতাজ নামে এক নারী কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তার পিতা নুর আলীর সাথে আব্দুল খালেকের পূর্ব থেকে শত্রুতা চলে আসছিল। গত বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করতে মসজিদে যান তার পিতা। আসামি খালেক আগে থেকে মসজিদে ছিলেন।তার পিতার নামাজ শেষ হতে না হতেই পেছন থেকে একটি লোহার বস্তু দিয়ে তার পিতার মাথায় আঘাত করেন। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে মারপিটে জখম করা হয়। সেসময় মসজিদের অন্যান্য মুসল্লীরা এগিয়ে গিয়ে খালেককে আটক করেন।নূর আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ সেখানে গিয়ে খালেককে হেফাজতে নেয়।

कोई टिप्पणी नहीं मिली