আল্লাহর ঘরে, পবিত্র কোরআনের তেলাওয়াতরত অবস্থায় চলে গেলেন এক তরুণ—একটি মৃত্যুও যে হতে পারে এত পবিত্র ও প্রশান্তিময়, সেটিই যেন প্রমাণ করে দিলেন নীলফামারীর সাজু ইসলাম (২২)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে, ফজরের নামাজের পর ডোমার উপজেলার জামিরবাড়ী পাটোয়ারীপাড়া জামে মসজিদে। মুসল্লিদের সঙ্গে বসে কোরআন তেলাওয়াত করছিলেন সাজু, কিছুক্ষণ পর হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পাশে থাকা মুসল্লিরা তাৎক্ষণিক তাকে দেখে বুঝতে পারেন—তিনি আর নেই।
সাজু ইসলাম ছিলেন জামিরবাড়ী পাটোয়ারীপাড়ার বাসিন্দা মমিনুর রহমানের ছেলে। স্বল্প বয়সেই ইসলামের প্রতি তার আগ্রহ ও ধর্মীয় অনুশীলন এলাকাবাসীর নজরে পড়ে।
মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব বলেন, “সাজু নিয়মিত ফজরের নামাজ পড়তো এবং কোরআন তেলাওয়াত করতো। আজ তেলাওয়াতরত অবস্থায় আল্লাহ তার রুহ কবজ করেছেন। এটি নিঃসন্দেহে এক সৌভাগ্যপূর্ণ মৃত্যু।”
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “এটি একটি স্বাভাবিক মৃত্যু। এর পেছনে কোনো সন্দেহজনক কিছু নেই।”
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাজুর এই আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, “এটি আল্লাহর এক বিশেষ রহমত। এইভাবে মৃত্যু লাভ সত্যিই ভাগ্যের বিষয়।