সৌদি আরবের পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ (মসজিদে হারাম)–এ আসন্ন ঈদুল আজহার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মসজিদে হারামের ইমাম শায়খ মাহের আল-মুয়াইকিলি।
সোমবার (২ জুন) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার, ৬ জুন (১০ জিলহজ), সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৫টা ৫২ মিনিটে মসজিদে হারামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। নামাজের নেতৃত্ব দেবেন শায়খ মাহের, যিনি পবিত্র কাবার অন্যতম প্রধান ইমাম এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত ইসলামিক চিন্তাবিদ হিসেবে পরিচিত।
ঈদের দিন সকাল থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীরা মসজিদে হারামে সমবেত হবেন, হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তাওয়াফে ইফাদাহ সম্পন্ন করার জন্য।
এর আগে, আরাফার দিন নামাজের ইমাম ও খতিব হিসেবে শায়খ সালেহ বিন হুমাইদ–কে নিয়োগ দিয়েছে সৌদি রাজ পরিবার। তিনি সিনিয়র আলেমদের কাউন্সিলের সদস্য এবং গ্র্যান্ড মসজিদের প্রবীণ ইমামদের একজন।
এই সিদ্ধান্তগুলো পবিত্র হজ ও ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পাদনের অংশ হিসেবে রাজকীয়ভাবে চূড়ান্ত করা হয়েছে।



















