close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মর্নিং সান স্কুল এন্ড কলেজে প্রাথমিক পর্যায়ের পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য শুধু বিদ্যালয়ের জন্য নয়, জাতির জন্যও এক আশার বার্তা।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মর্নিং সান স্কুল এন্ড কলেজের প্রাথমিক পর্যায়ের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ আতাউর রহমান জুয়েল। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন।

ফলাফল অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ সার্টিফিকেট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ ও আনন্দের ছোঁয়া, আর অভিভাবকদের চোখে দেখা যায় গর্বিত অভিব্যক্তি।

অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য শুধু বিদ্যালয়ের জন্য নয়, জাতির জন্যও এক আশার বার্তা। আমরা চাই, তারা ভবিষ্যতে আদর্শ ও দক্ষ নাগরিক হয়ে উঠুক।”

Ingen kommentarer fundet


News Card Generator