মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
A devastating flash flood in Morocco's Safi province has claimed 37 lives following torrential rainfall.

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে প্রকৃতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত কয়েকদিনের প্রবল বর্ষণ থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। রোববার শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তের মধ্যেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, হাসপাতালে আরও ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সাফি শহর ও এর আশেপাশের এলাকায় মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতে সৃষ্টি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, পানির প্রবল স্রোতে যানবাহনগুলো কাগজের নৌকার মতো ভেসে যাচ্ছে। বিশেষ করে সাফি শহরের পুরোনো এলাকায় অন্তত ৭০টি বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বন্দরনগরীটি এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাফি-হ্রারা সংযোগকারী গুরুত্বপূর্ণ প্রাদেশিক সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

আকস্মিক এই বিপর্যয়ের কারণে স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পানি নেমে যাওয়ার পর দুর্গত মানুষগুলো এখন কাদামাটির স্তূপ থেকে তাদের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা করছেন। কিন্তু আতঙ্ক এখনো কাটেনি, কারণ দেশটির আবহাওয়া বিভাগ মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সাত বছরের দীর্ঘ খরা কাটিয়ে যখন মরক্কোর মানুষ বৃষ্টির প্রত্যাশায় ছিল, তখনই এই বিধ্বংসী বন্যা দেশটির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে দাঁড়াল। উল্লেখ্য যে, ২০২৪ সালকে মরক্কোর ইতিহাসের উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার পরপরই এই দুর্যোগ চরম জলবায়ু পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator