মৃত্যুর আগে হকারের চিৎকার! কুড়িল রেললাইনে পথচারীদের রোজকার জুয়া”
সুমন হাওলাদারঃ
কুড়িল বিশ্বরোড, ঢাকা—যেখানে প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দেয় একটি রেললাইন। নেই কোনো গেট, নেই বেষ্টুনি, নেই নিরাপত্তাকর্মী। হুট করে ট্রেন ছুটে এলে, জীবন-মৃত্যুর ফয়সালা হয় সেকেন্ডের ব্যবধানে।
আর এই রেলপথে মানুষ বাঁচে কাদের দয়ায় জানেন? পাশের হকারদের চিৎকারে!
ট্রেনের শব্দ শোনামাত্র তারা গলা ফাটিয়ে চিৎকার করেন—“ট্রেন আসছে! সরে যান!” না হলে প্রতিদিনই লাশ উঠতো এই রেললাইন থেকে।
হকার রতন বললেন, “আমরা না বললে মানুষ বাঁচতো না। কতবার দেখেছি, ঠিক চোখের সামনে থেকে বাঁচিয়ে এনেছি কাউকে!”
এদিকে স্কুলপড়ুয়া শিশু, বৃদ্ধ, কর্মজীবী নারী-পুরুষ সবাই এই লাইন পার হন—মোবাইল হাতে, কানে হেডফোন, জীবনের খবর নেই!
গত এক বছরে একাধিক প্রাণ গেছে এই রেললাইনে। অথচ রেলওয়ে কর্তৃপক্ষ নির্বিকার। কারণ? “এখানে কোনো বৈধ লেভেল ক্রসিং নেই”—তাদের দায়হীন জবাব।
তাহলে প্রতিদিন যারা পার হচ্ছে, তারা কি বাতাসের মানুষ?
এলাকাবাসীর একটাই দাবি: অবিলম্বে চাই একটি ওভার ব্রিজ।
আরো দেরি মানে আরো লাশ, আরেকটি হকারের অক্ষম আর্তনাদ।
প্রশাসনের জন্য শেষ সময় চলছে—এখন না নড়লে কুড়িল রেললাইন হয়ে উঠবে মৃত্যুর জঙ্গলে পরিণত হওয়া এক চলমান ফাঁদ।